• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল মান্দা উপজেলার আংশিক কমিটির অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত। নওগাঁয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকরামুলকে বহিষ্কার/দৈনিক ক্রাইম বাংলা।। পরাণপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার মৈনম ইউনিয়ন সমবায় দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন/দৈনিক ক্রাইম বাংলা।। বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার ব্রাক্ষনগাঁও শাখার উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় মান্দার বর্দ্দপুরে নবনির্মিত মসজিদ উদ্বোধন করলেন ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।।

বরিশালে কোতোয়ালী থানায়, ওপেন হাউজ ডে, অভিযোগ দেওয়ায় , বাদীর পরিবারকে কুপিয়ে জখম/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৭ পঠিত
আপডেট: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক ॥ বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কোতোয়ালি মডেল থানা বিএমপি কর্তৃক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। প্রতিমাসের (১৩ তারিখ) বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে থাকেন। ওপেন হাউজ ডে’তে উপস্থিত ছিলেন বিএমপি’র ক্রাইম এন্ড অপস অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক, দক্ষিনের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করীম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ। এদের উপস্থিতিতে কোতোয়ালি মডেল থানার এক পুলিশ সদস্যের সালার বিরুদ্ধে অভিযোগ দেওয়ায়, সালার কিশোর গ্যাং, ভাড়াটিয়া লাইট ও বাইকার গ্রুপের হামলার শিকার হতে হয় নিরীহ পরিবারটির।

বরিশাল মেট্টোপলিটন কোতোয়ালী মডেল থানার ওপেন হাউজ ডে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায়, বাদীর পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী আলমগীর ।

বরিশাল নগরীর ভাটারখাল (ঈদগাহ মাঠ) কলোনীতে, লেবার সরদার আলমগীর গ্রুপের অতর্কিত সশস্র হামলায় নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

ভাটারখাল (ঈদগাহ মাঠ) কলোনীতে গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে এ সশস্র হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এদের মধ্যে গুরুতর আহত সাদ্দাম শাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডস্থ ভাটারখাল এলাকার বাসিন্দা লেবার সরদার আলমগীরের মাধ্যমে, চাল, আত্মসাৎ, ইয়াবাহ, গাঁজা, কিশোর গ্যাং, ও ছিনতাইসহ, বিভিন্ন ধরনের, ব্যবসা চালিয়ে আসছে
সুমন, রুবেল ,ইমন,শিপনসহ একটি সিন্ডিকেট।

এরই প্রতিবাদ করায় তাদের উপরে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা চালায়। উল্লেখ, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর ১০নং ওয়ার্ড ভাটারখাল এলএসডি ঘাট(ঈদগাহ মাঠ) এলাকা থেকে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত (দুই বস্তা) চাল উদ্ধার ও মোশারফ নামে এক জনকে কোতোয়ালি থানার পুলিশ আটক করেন।

মুক্তিযোদ্ধা পার্কে কিশোর গ্যাংয়ের হাতে ১৪ হাজার টাকা ছিনতাই ঘটনায়। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।(১) মোঃ শুক্কর আলী (২০) পিতাঃ মৃত দেলোয়ার হোসেন, (২) রবিউল ইসলাম (রিয়াজ(২০) পিতাঃ সুমন জোমাদ্দার,(৩) জাহিদ হাসান (১৯) পিতাঃ জামাল খান (৪) ইমন (২৫) আজাহার পিতাঃ , (৫) শিপন (২০) পিতাঃ ঐ, (৬) জিয়ন (১৮) পিতাঃ সবুজ। এদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরে পুলিশ সদস্যরা ভাটার খাল ঘটনা স্থান থেকে ডিবির হাতে আটক হওয়া বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী রিনার, পুত্র ধর্ষন মামলার আসামী কিশোর গ্যাং লিডার ও ছিনতাই কারীর মূল হোতা ৪ নাম্বার আসামী (ইমনকসহ) ৪ জনকে গ্রেফতার করেন।

এদের বিরুদ্ধে চলতি মাসের ৭ তারিখে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অভিযোগের সংবাদ পেয়ে আলমগীরের পরিবার দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় হালিম শাহ’র পরিবারের উপর।

হামলায় গুরুতর আহত সাদ্দাম শাহ পরিবার জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় লেবার সরদার আলমগীরের পরিবার মাদক ব্যবসা করে আসছে তাদের মাদক বিক্রিতে বাধা দেয়ায় তারা প্রায়ই আমাদের উপর হামলা চালায়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডাইরি করা রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমগীর গ্রুপ অতর্কিত হামলা চালায়।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তাসহ কোতয়ালি থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন , সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ভাটারখালের পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুরুতর আহত সাদ্দাম শাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে বলে চিকিৎসকরা জানায়।

বিএমপি’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, এই ওপেন হাউজ ডে’তে বলেন, আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি। ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তিনি আরো বলেন, আমরা ঘরে ঘরে পাড়া মহল্লায়, জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় দিন-রাত কাজ করে সামাজিক ভারসাম্য রক্ষা করে চলছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ