মনিরুল ইসলাম মহিপুর প্রতিনিধিঃমহিপুরে ৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় অফিসে জেল হত্যা দিবস উপলক্ষে
ইউনিযান যুবলীগের আহ্বাবায়ক ফেরদৌস হাওলাদাএর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট
আকন বিষেস আতিথি ছিলেন যুগ্নআহবায়ক মাসুদ রানা,যুবলীগের আহবায়ক কমিটির
সদস্য মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক নাসির
উদ্দিন,রিয়াজ , মহিপুর ইউনিয়ান যুবলীেগের যুগ্নআহবায়ক শাহরিয়ার সুমন,
ইব্রাহিম খান,মনির হাওলাদার সহ আরো অনেকে ,প্রধান আতিথির বক্তব্য বলেন,
১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে
নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম.
মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।১৯৭৫ সালের
১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
সপরিবারকে নির্মমভাবে হত্যার পর এই জাতীয় চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে
খুঁচিয়ে হত্যা করা হয়। এই জাতীয় চার নেতাকে হত্যার উদ্দশ্যে ছিল
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মুল করা।আলোচনা শেষে মিলাদ
ও দোয়ায় চার নেতাসহ নিহত সকলের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা
হয়।দোয়ায় মোনাজাদ পরিচালনা করেন হাফেজ জাকির।