মনিরুল ইসলাম (মহিপুর – প্রতিনিধি :পটুয়াখালীর মহিপুরে উপকূলীয় দুর্যোগ ঝুকি হ্রাস কর্মসূচির আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সাথে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশবলি (SOD) বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটি তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং এবং দুর্যোগের ঝুকি হ্রাসে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মহিউদ্দীন,মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম,মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, আমেরিকান রেডক্রস এর প্রোগ্রাম অফিসার খালিদ বিন মাহামুদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কোষ্টাল ডি আর আর প্রকল্পের প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য সন্ধা রানি দাস, সকিনা বেগম, আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার সহ অন্যতম ব্যাক্তিবর্গরা।
You cannot copy content of this page