• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাদ দিতে ইসিতে দাবিপত্র,,,, বিএনপি মহাসচিবের অভিযোগ, কিছু রাজনৈতিক দল সঠিক সময়ে নির্বাচন না চাওয়ার চেষ্টা করছে,,, ইভিএম বিলুপ্ত, প্রার্থীর বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক,,, কলাপাড়ার খালগুলো এখন শুধুই ইতিহাস,, কলাপাড়া প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম স্মরণ সভা অনুষ্ঠিত,,,, কলাপাড়ায় ৫ শতাধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান,,, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা,,, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে সংসদের ক্ষমতা খর্ব হবে কি না—প্রশ্ন প্রধান বিচারপতির,,,, নির্বাচন কমিশন পুনর্গঠন এখন সময়ের দাবি: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম,,,,, গণভোটে বিএনপির রাজি হওয়া জনগণের চাপেই: জামায়াত নেতা ডা. তাহের,,,,

তালতলীতে বলৎকার করতে গিয়ে জনতার গন ধোলাই  খেলেন আনসার কমান্ডার /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

মোহাম্মদ মিঠুন সর্দার তালতলী(বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলীতে এক আনসার কমান্ডার বলাৎকার(ধর্ষণ) করতে গিয়ে জনতার হাতে গন ধোলাই খেয়েছেন আর সেই গন ধোলাইর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কড়ই বাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের মৃত্যু মোতাহার মিয়ার পুত্র মো.কুদ্দুস, এলাকায় তিনি কুদ্দুস কমান্ডার ও জ্বীন কুদ্দুস নামে পরিচিত। ছাত্র ও যুবকদের বলাৎকারের (ধর্ষণ) ভয়ানক নেশা তার। এই বিকৃত নেশায় এমনই আচ্ছন্ন ছিল প্রতিনিয়ত বিভিন্ন কৌশলে তিনি শিশু থেকে যুবকদের বলৎকার করতেন বিদেশ গামী এক যুবককে হরমোন টেস্টের কথা বলে বলৎকার করতে গিয়ে জনতার গন ধোলাইর শিকার হন। আর ঐ গন ধোলাইর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা গেছে কয়েকজন যুবক তাকে ধরে গণধোলাই দিচ্ছে আর কুদ্দুস তাদের পায়ে পরছেন।
এর কিছুদিন আগেও এক সুইপার যুবককে বলৎকার করে আহত করেন।জানাগেছে কুদ্দুস জ্বিন ছাড়ানোর কথা বলে অনেক নারীর সর্বনাশ করেছেন।আর  চাকরি দেওয়ার কথা বলে প্রায় কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
 এবিষয়ে অভিযুক্ত মো. কুদ্দুস মিয়া জানান, এলাকার মাদকসেবি ও মাদকবিক্রেতাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার কারনে। তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আর ছোট সময় আমার উপর জ্বিনের আসর ছিল তাই অনেক জ্বিন কুদ্দুস বলে। আর চাকরি দেওয়ার নাম করে কারো কাছ থেকে কোন টাকা পয়শা নেইনি।তবে আমার এক শিক্ষক আমার কাছে টাকা পেতেন তিনি মামলাও করেছিলেন তার টাকা দিয়ে দিয়েছি। আরএকজন ফায়ার সার্ভিসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সে বিষয় জানি। বলাৎকারের  ভিডিওর বিষয় জানতে চাইলে  তিনি বলেন, আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাদক ব্যবসায়িরা আমাকে মারধর করে ঐ ভিডিও করেছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.আবদার মোল্লা বলেন, আমাদের কাছে কুদ্দুস মিয়ার নামে অনেক অভিযোগ আসছে, আর আমিও ভিডিও পেয়েছি এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হয়েছে, তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যাবস্থ্যা গ্রহন করা হবে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ শাখাওয়াৎ হোসেন তপু বলেন,আমরা এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ