নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের উঠতি সন্ত্রাসী সাত মামলায় পলাতক ও ওয়ারেন্টভূক্ত আসামি রুবেল সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম জানান, বৃহস্পতিবার রাতে পায়রা বন্দরের ফোর লেন সড়ক সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রুবেল চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে। তার বিরুদ্ধে মারামারিসহ সাতটি মামলা রয়েছে এবং একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সক্রিয় রয়েছে এবং সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।
কলাপাড়ার তিনটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে টিয়াখালী ইউনিয়নে হাতুড়ি বাহিনীর হামলায় চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও থানায় বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা। তবে টিয়াখালীর ওই বাহিনীর সদস্যরা এখনো বহার তবিয়তে রয়েছে বলে প্রার্থী অভিযোগ করেন।
উল্লেখ্য, টিয়াখালীতে শ্রমিক লীগ নেতা জুয়েল হত্য, কলেজ ছাত্রকে কুপিয়ে জখমসহ একাধিক মামলার আসাসীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে নির্বাচনকে ঘিরে।