নিজস্ব প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন এ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের আপেল মার্কার মেম্বার পদপ্রার্থী মোঃ ফজলুল হক সুমন অনেক ধাপ এগিয়ে রয়েছেন, বলে জানিয়েছেন অত্র ওয়ার্ডের সাধারণ জনগণ। এ বিষয়ে উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ নিজাম মুন্সি জানান গত ৫ বছর যেভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন যা ভুলবার নয়, তিনি মানুষের মন জয় করে ফেলেছেন, তাই আমরা আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে আপেল মার্কা মেম্বার পদপ্রার্থী মোঃ ফজলুল হক সুমন কে, আবারো দেখতে চাই, ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে । এ বিষয়ে মোঃ আনিস মুন্সি বলেন আমরা তরুণরা তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি যা অন্য কোন মেম্বার প্রার্থীর পক্ষে সম্ভব না, আমরা দেখেছি করোনাকালীন সময় তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষকে সচেতন করেছেন। যা অন্য কোন প্রতিনিধিদের দ্বারা সম্ভব ছিল না। এবং তিনি সাধারণ মানুষকে তার বুকে টেনে নিতে দেখেছি, খুবই অল্প বয়সে তিনি মেম্বার প্রার্থী হয়েও তিনি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি তাই ৭ নং ওয়ার্ডবাসী বেঁধেছে জোট আপেল মার্কায় দিব ভোট এই শ্লোগানকে কেন্দ্র করে আগামী ২৬ তারিখ রোজ রবিবার সবাই ভোট কেন্দ্রে গিয়ে আপেল মার্কা কে, জয়যুক্ত করবে বলে এটা আমার বিশ্বাস। সরোজমিনে মোঃ ফজলুল হক সুমন বলেন দীর্ঘ পাঁচটি বছর মানুষের খেদমত করেছি যেকোনো সময় সুখে-দুঃখে মানুষ আমাকে পেয়েছে, আমি মানুষের খেদমত করতে চাই। যদি আমাকে আগামী ২৬ তারিখ নির্বাচনে আমাকে জয়যুক্ত করে, ইউনিয়ন পরিষদে বসায় তাহলে আমি আগামী পাঁচ বছরে ডিজিটাল ওয়ার্ড হিসেবে সাত নম্বর ওয়ার্ড বাসীকে উপহার দিব।