মোঃ নজরুল ইসলামঃবর্তমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ‘স্বয়ংক্রিয় জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ ট্যানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন। এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নিজ উদ্যোগে ও অর্থায়নে এসব ট্যানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব স্বয়ংক্রিয় জীবানুনাশক ট্যানেলব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
You cannot copy content of this page