• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে — ডাঃ ইকরামুল বারী টিপু’র বাণী/দৈনিক ক্রাইম বাংলা।। তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে লালমোহনের শহীদ পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিল যুবদল/দৈনিক ক্রাইম বাংলা।। সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১২ পোশাক কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পোশাক শিল্পের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু বুধবার থেকে,,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশমাতৃকার সুরক্ষায় সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে: সেনাপ্রধান,,,,,,দৈনিক ক্রাইম বাংলা যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়, তাদের প্রকৃত উদ্দেশ্য আমরা বুঝি’,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সন্‌জীদা খাতুন আর নেই,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে: প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা


আওয়ামী নেতার দূর্নীতির বড় পুত্র মতি জিরো থেকে হিরো/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১


বিশেষ প্রতিনিধিঃবরগুনার আমতলী উপজেলার একজন ঠিকাদার মেয়র মতি তার বাবা মোহন খলিফা ছিলেন একজন কলা ব্যাবসায়ী,আমতলীর সাবেক সংসদ মতিয়ার রহমান তালুকদারের,হাতধরেই উথান ছিল তার ২০০১ সাল পর্যন্ত ছিলেন জাতীয় পার্টির কর্মী। বিভিন্ন সময় হয়েছেন বিতর্কিত অভিযোগ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার পরিকল্পনাকারী মতি। তারপরেও

তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কোটি কোটি টাকার মালিক,

ছোটবগীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার পরিকল্পনাকারী মতি।

সাবেক সংসদ মতিয়ার রহমান তালুকদার ও আজকের হাইব্রিড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মতিউর রহমান নির্দেশ ক্রমেই, তৎকালীন জাতীয় পার্টি ও ছাত্রদলের কিছু উশৃংখল যুবক আওয়ামী লীগ সাংসদপ্রার্থী জননেত্রী শেখ হাসিনার উপর লাঙল দিয়ে স্প্রিং বোটে জীবন নাশের চেষ্টায় হামলা করে ছোটবগীতে। অল্পের জন্য জীবন রক্ষা পান তখনকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবাদে আমতলী ও তালতলীতে মিছিল হয়।

আমতলীতে নেতৃত্ব দেন, মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন, আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,সামসুদ্দিন আহম্মেদ ছজু,গাজী সামসুল হক,মো. মোয়াজ্জেম হোসেন খান,নাজমুল হক নান্নু চেয়ারম্যান, নুরুল ইসলাম মৃধা,এড.কাদের মিয়া,এড.বাহাদুর,মরহুম নজরুল ইসলাম,আক্তার মিয়া,জাহিদ,সবুজ তালুকদার,জুয়েল, বাদল পিয়াদা,বিপ্লব মৃধা,ফরিদ মালকার,শাহজাদা আকন,
সহ আরো অনেকে, আর তালতলীতে মিছিলের নেতৃত্ব দেন ফজলুল হক জোমাদ্দার, সম্পাদক আলমগীর মিয়া,মরহুম আ.রাজ্জাক খান,আবুল কাসেম,ইউসুফ আলী হাং আ.মান্নান মৃধা,মনিরুজ্জামান মিন্টু,ততকালীন ছাত্র লীগ সভাপতি রেজবি-উল-কবির, সুলতান আহমেদ, মরহুম হাফিজুর রহমান হাং,মনির জোমাদ্দার,
শাহজাহান টুকু, লোকমান হোসেন আকন্দ,নয়ন ব্যাপারী,মাহমুদুল হাসান পিন্টু,সজল হাং সহ আরো অনেকে।

রাজনৈতিক উথান

১৯৯৮ সালের ৩রা মার্চ ততকালীন জাতীয় পার্টির সংসদ মতিয়ার রহমান তালুকদারের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন মতিয়ার রহমান খলিফা। হন যুব সংহতির সভাপতি।২০০১ সালের উপ নির্বাচনে ততকালীন বিরোধী দলের নেতা ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী তালতলী আসনটি ছেরেদেন। এরপর
২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে। মতিয়ার রহমান লাঙ্গল ছেড়ে ধানে উঠেন,তারপর
,আওয়ামী নেতাকর্মীদের উপর চালান ভয়ানক
স্ট্রিমরোলার। তখন আওয়ামী নেতাকর্মী দের মনে হয়েছিল এদেশ বিএনপি জামাত জোট নয় শাসন করছে পাকিস্তান ও রাজাকারের দল। তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি-বিরোধী অভিযানে গা ঢাকা দেন মতিউর রহমান ওরফো মতি খলিফা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে স্থানীয় সংসদ শম্ভুর হাতধরে মতি হয়েযান আওয়ামীনেতা। এরপর ২০১৩ সালের ২৯ জানুয়ারী আমতলী উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন, জিএম দেলওয়ার হোসেনকে সভাপতি, মোঃ সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ মতিয়ার রহমনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করে জেলা আওয়ামী লীগ। ২০১৪ সালের ১৩ নভেম্বর বরগুনা জেলা কমিটির কার্যকরী সভায় অনুমোদন দেয়া হয়। এদিকে সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ ছজু দলীয় সিদ্ধান্ত অমান্য করে তখন ২০১৪ সালে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই সময় থেকে সাধারণ সম্পাদক পদটি শুন্য থাকে। তারপর ২০১৭সালের (৩০ সেপ্টেম্বর) রাতে জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা আ’লীগের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। তারপর হয়োযান আওয়ামী লীগ নেতা।

তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০১ সালে হামলার নির্দেশ দাতা ও পরিকল্পনা কারিরা আজ আওয়ামী নেতা, তারা কেউ থানার ওসি,কেউ মেয়র,এরাই খন্দকার মোস্তাকের মত বিশ্বাস ঘাতক হবে। এরা কিভাবে নেতৃত্ব পায়? কাদের মদদে এরা নেতৃত্ব দিচ্ছে?আওয়ামী লীগের দুর্দিনে যারা হামলা মামলা নিপীড়নের শিকার হয়েছে আজ দল ক্ষমতায় থাকাও তারা হাই ব্রীড আওয়ামী লীগের জন্য, হামলা মামলা নিপীড়নের শিকার হচ্ছে।
এ সকল হাইব্রিড সুযোগ বুঝেই আওয়ামী লীগের ক্ষতি করবে।তাই এদের যাঁরা আশ্রয় প্রশ্রয় দাতা তাদের ও আইনের আওতায় আনা হোক।

হয়েছেন আঙুল ফুলে কলাগাছ

২০১১ সালের ১৩ জানুয়ারি আমতলী পৌরসভা নির্বাচনে মতিউর রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন, এবং স্থানীয় সংসদের ইশারায় মেয়র নির্বাচিত হন তিনি। দায়িত্ব নেওয়ার ১০ বছরের মধ্যে দুর্নীতির টাকায় সম্পদের পাহাড় গড়েছেন তিনি।

এলাকাবাসী জানান, উন্নয়ন খাতের অর্থ দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়ে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। পৌরসভার আইন-কানুনের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করছেন। কাউন্সিলরের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা না করে একাই সব কাজ করেন। কয়েক বছর আগে সাধারণ জীবনযাপন করলেও বর্তমানে বিলাসবহুল গাড়িতে চড়েন, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্জিত জমিতে গড়ে তুলছেন নানা প্রকল্প, নিজ পরিবারের নামে-বেনামে কিনেছেন অসংখ্য জায়গা-জমি ও ফ্ল্যাট। যুক্ত হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর মতির ভাগ্যের চাকা ঘুরে গেছে।

স্থানীয়দের অভিযোগ, মতিউর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই সব কাজে অনিয়ম-দুর্নীতি করে পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। পৌরসভার রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ তিনি গোপনে দরপত্র করে নিজের লাইসেন্স অনুগত ঠিকাদারদের দিয়ে নিম্নমানের কাজ করে টাকা হাতিয়ে নিচ্ছেন।

এদিকে বাড়িতে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে হয়েছেন বিতর্কিত

এ বিষয় আমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, প্রথমে যখন তারা আমার কাছে জানতে চেয়েছেন তখন আমার জানা ছিল না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এ রকম কোনো প্রমাণ পায়নি।

দুদকের মামলা

কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ গোপন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ সোমবার একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

এদিকে মতিয়ার রহমানের স্ত্রী নুসরাত জাহান (৪১) কর্তৃক কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে স্বামীর অবৈধ আয়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সোমবার একটি মামলা দায়ের করে। মামলা নং-১৬।

হামলা হয় মামলা হয় কত কিছু হয়,তবে মতিউরের মত রাঘববোয়ালদের টাকার সামনে আইনের কোন শাসন হয়না। আশা করি আইন তার নিজের গতিতে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ