মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন জানান, ওই নার্সকে আইসোলেশনে নেয়া হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরো দুই নার্সকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে আক্রান্ত ৪০ জনের মধ্যে দুইজন মারা গেছেন। আর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।