ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রমজানকাঠিতে ১ কেজি গাজাসহ ২যুবককে আটক করেছে ডিবি পুলিশ। ০৭ জানুয়ারী রাত্র ২০.০৫ ঘটিকার সময় ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাবিবুর রহমান সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঝালকাঠি থানাধীন রমজানকাঠির নুর আলমের দোকানের সামনে থেকে ১ কেজি গাজাসহ আটক করে। আটকৃতরা হলো অ¯্র ও ডাকাতি মামলাসহ বহু মামলার আসামী গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের হাজী আমির খানের পুত্র ১। মোঃ সুমন খান(৪০), উদচড়া গ্রামের মৃত নাসির সিকদারের পুত্র ২। সম্রাট সিকদার(২৮)। ডিবি কর্মকর্তা মাইনুদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাসহ আসামীদ্বয়কে আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক সাবেক চেয়ারম্যান জানান, “এই চক্রের সাথে স্থানীয় একজন উঠতি বয়সী মেম্বরসহ আরো অনেক বকাটে যুবক জড়িত রয়েছে। এরা চুরি ডাকাতিসহ নানা রকম অনামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ে সামাজিক অবকাঠামো ভেঙ্গে পড়বে।”
একই এলাকার সিনিয়র সটিজিন মহব্বত আলী জানান, “এদরকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ চুরি, ডাকাতিসহ নানা রকম অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। মানুষ শানিএত বসবাস করতে পারবে না।”
ছবির ক্যাপশনঃ ১ কেজি গাজাসহ ডিবি পুলিশের কাছে আটক গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের হাজী আমির খানের পুত্র ১। মোঃ সুমন খান(৪০), উদচড়া গ্রামের মৃত নাসির সিকদারের পুত্র ২। সম্রাট সিকদার(২৮)।
You cannot copy content of this page