
মোঃশরিফ হোসেন ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতি জনাব বুলবুল আহমেদের সহায়তায় ৬নং গুপ্টি (পঃ) ইউনিয়নের তালিকাভুক্ত মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং মসজিদ ও স্কুল-মাদ্রাসা নৈশ প্রহরীদের ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকদের মাঝে বৃহস্পতিবার (১৪ মে) ৬ নং গুপ্টি (পঃ) ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৮০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। জনাব বুলবুল আহমেদ। ইফতার সামগ্রি হিসেবে।মুরি, চনা বুট, চিনি, পেঁয়াজ, তেল,আলু বিতরণ করা হয়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এসব ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করলেও কারো কাছে সাহায্যে সহযোগিতা পায়নি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগে জনাব বুলবুল আহমেদ এই ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, আজ আমার এই আয়োজন যাদের জন্য তাদের কাছে পৌঁছে দিতে পারায়।এবং দেশের এই ক্রান্তিলগ্নে যারা পাশে থেকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, মহান আল্লাহ পাক আপনাদের সকলকে হেফাজত করুক, এবং আমার এই উপহার কবুল করুক।
চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ,মোঃ নূর নবী,পয়েল পাটওয়ারী, মহিন চৌধুরী, মাসুদ, মোঃশরিফ হোসেন,আব্দুল রাজাক,কুদুস, শরিফুল ইসলাম হিরা,ও আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। বাই