মোঃ জুলহাস মিয়া বরগুনা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় দুই মাস দোকানপাট বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হলেও বরগুনার চান্দখালী বাজারে মানুষের ভিড় প্রচণ্ড। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেচাকেনার সময়ে প্রতিদিনই ভিড় বাড়ছে। লংঘিত হচ্ছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি । ফলে নতুন করে করোনার সংক্রমণের ঝুঁকি বেড়েছে।
ক্রেতারা বলছেন, তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করছেন। কিন্ত বাজারে অস্বাভাবিক ভিড় থাকায় তা মানা যাচ্ছেনা। এদিকে এ পর্যন্ত বরগুনা জেলায় করোনাভাইরাসে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।এর মধ্যে জেলার ছয় উপজেলায় আক্রান্তে দিক থেকে বরগুনা সদর উপজেলা এগিয়ে। সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। সরেজমিনে গেলে দেখা যায়, বরগুনা চান্দখালী বাজারে গার্মেন্টস, কাপড়, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে মহিলাদের ভিড় প্রচণ্ড। একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছে। এছাড়া বেশিরভাগ দোকানেই বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস নেই। কেউ মাস্ক পরলেও তা নাক ও মুখের বাইরে থুতনিতেই ঝুলিয়ে রাখছেন। অন্যদিকে দোকান খোলার আগেই এসব দোকানের সামনে অবস্থান নিয়ে আছেন শতশত মানুষ। এদিকে ইজারাদারের সাথে বিতর্কে আছেন প্রশাসন।
এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আব্দুস সালাম বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি মহিলা ও বৃদ্ধদের বাজারে উঠতে নিরুৎসাহিত করছে বলে জানিয়েছেন।