রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:আগুনে পোড়া পরিবারকে ত্রান দিলেন ঝালকাঠির বিনয়কাঠির সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন। জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে ২০০৪ সালে বিএনপি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কল্যানকাঠী আবাসন প্রকল্পের ১নং ব্যারাকে ১০ টি ঘর গত ২০ মার্চ তারিখে আগুনে পুড়ে যায়। আগুনে পুড়ে যাও হতদরিদ্র পরিবারের সদস্যদের গতকাল বিকেল ৫ ঘটিকায় বিএনপির পক্ষ থেকে সরদার এনামুল হক এলিন এর নেতৃত্বে প্রতি পরিবার কে এাণ সহায়তা করেন। এতে প্রতি পরিবারকে ১৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল,১ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি ছোলাবুড,১ কেজি চিড়া,১ কেজি মুড়ি প্রদান করা হয়েছে। এছাড়া সুগন্ধিয়া স্কুলের পূর্ব পাশে রত্তন মার্কেটে অগ্নিকাণ্ডে ৩১মার্চ পুড়ে যাওয়া দোকান মালিক বাদশা হাওলাদারকে এাণ দেওয়া হয়। এ সময় বিএনপি, কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তকদীর হোসেন সরদার এনামুল হক এলিনের সাথে ত্রান বিতরণের সময় সার্বক্ষণিক উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হয়েছে।
You cannot copy content of this page