মোঃ রাজিব তালুকদারঃ ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলা ১ নং চেচরীরামপুর ইউনিয়নের পশ্চিম চেচরী ১ নং ওয়ার্ডের বট এলকায় মৃত্যু রেট খালেক পুএ মো:শাহিন আলম পূর্বে বিএনপি-ছাত্রদলের নেতা ছিল বর্তমানে তিনি ছাত্র দল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে দাপটের সাথে অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
গোপন সূত্রে জানা যায় তার পিতা মৃত রেট খালেক হাওলাদার তিনি তাহার একই এলাকার ভুবন মাস্তার হত্যার ১ নাম্বার আসামী ছিলেন। মোঃ শাহিন হাওলাদার নামধারী নেতা তিনি সকলকে বলে বেড়ায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিল কিন্তু তথ্যে জানা যায় তিনি ওই সময়কালীন বিএনপি ছাত্রদলের নেতা ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০২ সালে বিএনপির সংসদ সদস্য বীর উত্তম শাহজাহান ওমর রাজাপুর কাঠালিয়া আসনে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিল। তৎকালীন মো: শাহিন আলম হাওলাদার বীরউত্তম শাহজাহান ওমরের জাতীয়তাবাদী বিএনপি দলের ছাত্রদলের কমিটিতে ছিল।
MD Sahil Alam নামের ফেসবুক আইডিতে (সোশ্যাল মিডিয়ায়) গত ০৬/০৪/২০২২ তারিখে সাংবাদিকদের গন ধোলাই দিবে বলে ইঙ্গিত করে পোস্ট করেন। এবিষয় মোঃশাহিন হাওলাদার ব্যাবহার কৃত মুটোফোনে ফোন দিলে ফোনটি রিসিভ করেনি।
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার এ বিষয়ে জানান এক জন সাংবাদিককে গণধোলাই দেওয়া একটি আর আওয়ামী লীগ নেতা রাখে না।
You cannot copy content of this page