• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর কলাপাড়ায় বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে ৭২ হাজার ৪৩০ শিশু

নওগাঁর আত্রাইয়ে চক তেমূখ ইসলামগাঁথী কাল পূনঃ খনন কাজেন উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৫ পঠিত
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এম কামাল উদ্দিন টগরঃনওগাঁর আত্রাইয়ে চক তেমূখ ইসলামগাঁথী কাখ পূনঃ খনন কাজেন উদ্বোধন করা হয়েছে। সোমবার (18এপ্রিল) দুপুরে স্থানীয় প্রকৌশল এলজিইডি আওতায় প্রকল্প বান্তবায়নে 70,57,4020টাকা ব্যয়ে সমস পাড়া স্লুইজগেট সংলগ্ন গুড়নদীর মহনা হতে বড় সাঁওতা হয়ে নাগর নদী মহনা পর্যন্ত প্রায় 7 কিঃ মিঃ সরকারী এ খাল পূনঃ খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-6 (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রকৌশলী মোঃ জোনায়েত আলম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,চ্যানেল আই,নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরুল কায়েস, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর,বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্যা, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশা ইউনিয়ন পরিষদের সদস্যা বিউটি বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা ও চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য মোছাঃ জাহেদা বেগম, সদস্য ফিরোজ হোসেন,শাহজাহান আলী প্রমূখ। নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ জানান, ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করা এ প্রকল্পের লক্ষ্য। চক তেমূখ ইসলামগাঁথী সমসপাড়া স্লুইজগেট সংলগ্ন গুড়নদীর মহনা হতে বড় সাঁওতা হয়ে নাগর নদী মহনা পর্যন্ত এ খাল পূনঃ খনন কাজ শেষ হলে পূনঃখননকৃত খালে পঞ্চাশ হাজার ঘন মিটার কিউসেক পানি সংরক্ষণ হবে। এ পানি দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন ও কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণ এবং শুকনো মৌসুমে কৃষকের সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ