এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির কাছিপাড়া চৌমুহনী বাজারের পূর্ব রোডস্থ টেলিকম ব্যবসায়ী মোঃ সোহেল মৃধা (২৮) কে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা সংস্থার পটুয়াখালী’র ডিডি (ডিপুটি ডাইরেক্টার) মিজান’র নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীর দোকান থেকে ৩০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
সুত্র থেকে আরো জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ি সোহেল মৃধার নামে পটুয়াখালী বিজ্ঞ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা চলমান রয়েছে। সোহেল মৃধা উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামের মৃত খালেক মৃধার ছেলে।
এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল কে ৫০০ টাকা অর্থদণ্ড সহ ০৩ মাসের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক জনসম্মুখে পুড়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে দেশ ও যুব সমাজকে বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।