• বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে — ডাঃ ইকরামুল বারী টিপু’র বাণী/দৈনিক ক্রাইম বাংলা।। তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে লালমোহনের শহীদ পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিল যুবদল/দৈনিক ক্রাইম বাংলা।। সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিম ইকবালকে,,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১২ পোশাক কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পোশাক শিল্পের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু বুধবার থেকে,,,,,দৈনিক ক্রাইম বাংলা দেশমাতৃকার সুরক্ষায় সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে: সেনাপ্রধান,,,,,,দৈনিক ক্রাইম বাংলা যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়, তাদের প্রকৃত উদ্দেশ্য আমরা বুঝি’,,,,,,দৈনিক ক্রাইম বাংলা সন্‌জীদা খাতুন আর নেই,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে: প্রধান উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা


পটুয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, স্কুল ছাত্রী আহত./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ মে, ২০২২


এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীতে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পথচারী মেহেরীন আফরোজ (১২) নামে এক স্কুল শিক্ষার্থীসহ ছাত্রদলের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ মে) বেলা ১২টার দিকে পৌর শহরের সরকারি কলেজ রোডের বিএডিসি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই তিনটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

আহত স্কুল শিক্ষার্থী বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পটুয়াখালী গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর পিতা এ কে এম মিজানুর রহমান বলেন, দুই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। এ সময় দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সরকারি কলেজের সামনে গেলে শহিদুল নামে একজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মেয়ে মেহেরীন আফরোজ ও আমি আহত হয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের একটি মিছিল পটুয়াখালী সরকারি কলেজের সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে বিএডিসির এলাকায় গিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার দাবি করে বলেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বাঁধঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদরের দিকে যাচ্ছিলাম। সরকারি কলেজ এলাকায় গেলে মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। পরে বিএডিসি এলাকায় গিয়ে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পুলিশ এসে আমাদের ওপরে লাঠিচার্জ করে। এ ঘটনায় আমদের কিছু নেতাকর্মী আহত হয়েছেন। পরে বাসা থেকে আমার ও আমার ছোট ভাইয়ের তিনটি মোটরসাইকেল নিয়ে গেছে পুলিশ।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে রাস্তায় নেমে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থেকে সর্বোচ্চ প্রতিহত করবে এবং হামলা অব্যাহত থাকবে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ