সাদিয়া আজাদ বিশেষ প্রতিনিধি :: আজ ৬ ই জুন ২০২২রোজ সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছিল বাংলাদেশ জনপ্রিয়ো আই পি টিভি সকলের আস্থা ও স্বনামধন্য প্রতিষ্ঠান দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জামাল প্রকাশক ও সম্পাদক দৈনিক প্রতিদিন খবর ও দৈনিক আলোর জগতের ভারপ্রাপ্ত সম্পাদক। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে নায়ক সোহেল হাবাবি, পরিচালক দোয়েল টেলিভিশন সি. আই. পি. তথ্য মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন বৃন্দাবন মল্লিক সিনিয়র সাংবাদিক দৈনিক স্বাধীন সংবাদ আরো উপস্থিত ছিলেন মোঃআল আমিন খান সম্পাদক ও প্রকাশক দৈনিক ক্রাইম বাংলা এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল ব্যুরো প্রধান এসএম নওরোজ হীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইস,এম রানা চেয়ারম্যান দোয়েল টিভি এই অনুষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করেন মোঃ কামাল হোসেন, পরিচালক।দোয়েল টিভি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজনে দোয়েল টিভির পরিবার সবার দীর্ঘায়ু কামনা করা হয় এসময় দৈনিক ক্রাইম বাংলার সম্পাদক-প্রকাশক মোঃ আল আমিন খান বলেন সাংবাদিকতা পেশা হচ্ছে মহান পেশা এ পেশাকে ধরে রাখতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে তথ্য সহকারি কেননা এখন দেখা যায় সাংবাদিকের নামে অনেক গণমাধ্যম রয়েছে যারা হলুদ সাংবাদিক নামে পরিচিত যা দোয়েল টিভির সাংবাদিকদের ভিতরে প্রবেশ না করে তিনি আরো বলেন এ মহান পেশাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নক্ষত্র হিসেবে দীর্ঘজীবী থাকে দোয়েল টিভির উত্তর সফল কামনা।