আজ ২৫ জুন শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলেও চলছে নানা কর্মসুচি। সেই সাথে সমগ্র উপজেলায় চলছে উৎসবের আমেজ।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বড়পর্দায় বিটিভির সৌজন্যে পদ্মা সেতূর মাওয়া পয়েন্ট থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
এ সময় অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্কাউটের সদস্যবৃন্দ, বিএনসিসি, সাংবাদিকবৃন্দসহ প্রায় সহ¯্রাধিক মানুষ উদ্বোধনী অন্ষ্ঠুান প্রত্যক্ষ করেন ও উপভোগ করেন।
পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক (ভারপ্রাপ্ত) জগৎজ্যেতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক আকরাম খান, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীসহ আরো অনেক বিভিন্ন নেতৃবৃন্দ আনন্দ শোভাযাত্রায়
You cannot copy content of this page