মোঃ.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী) বঙ্গাপসাগর জলদর জাল ধরা পড়ছ দর মন ওজনর একটি শাল মাছ। মঙ্গলবার সকাল ১০ ফুট দর্ঘ্য এবং দড় ফুট প্র¯’র শালটি মৎস্যবদর আলীপুর আড়ৎ ঘাট নিয় আস জলরা। পর মৎস্য ব্যবসায়ি মা.আব্দুর রহিম খান এ মাছটি ২০ হাজার টাকায় ক্রয় কর ঢাকায় পাঠিয় দিয়ছন। মাছটি এক নজর দখত আড়ৎপট্টিত ভীড় কর অসংখ্য মানুষ। তব অনকরই মÍব্য, শাল মাছ এত বড় হয়, তা আগ কখনা দখিনি। সাগরর শাল সুস্বাদু এবং উপকারী মাছ। এটি দখত দশী শাল মাছর মতই। যারা এ মাছ সম্পর্ক জানন তারাই এ মাছ ক্রয় আগ্রহ প্রকাশ করন বল মৎস্য ব্যবসায়িরা জানান।
¯ানীয় ও মৎস্য ব্যবসায়িদর সূত্র জান যায়, বঙ্গাপসাগরর সানর চর পয়ট বাশখালির হাছানুল মাঝি নামর এক জলর জাল তিন দিন আগ এ মাছটি ধর পর। মাছটির ওজন বশি হওয়ায় জাল থক ট্রলার তুলত অনক বগ পত হয়ছ। সামবার পর্যÍ মাছটি জীবিত ছিলা বল ট্রলার মাঝি হাসানুল জানান।
মৎস বদর ব্যবসায়ি মা.আব্দুর রহিম খান বলন, এর আগও জলদর জাল শাল মাছ ধরা পড়ছ। তব এত বড় ছিলানা। মাছটি ঢাকার ঢাকার বাজার পাঠানা হয়ছ।
উপজলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলন,সাগর শাল মাছ পাওয়া যায়, তব এত বড় আকারর সাধারনত দখা যায় না। এ মাছগুলা গভীর সমুদ্র বিচরন কর বল তিনি সাংবাদিকদর জানান।