মো.নাহিদুল হক,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
ধুলাসার ইউনিয়নের মো.রিপন জানান, তার মেয়ে গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। পানি না থাকার কারনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এখন বালিত ভরে দুর থেকে পানি এনে ব্যবহার করতে হয়। এছাড়া হসাপাতালের সামনে একটি টিউবয়েল রয়েছে। সেটিও নষ্ট অবস্থায় পরে রয়েছে। একই কথা বললেন, হাসপাতালে ভর্তি হওয়া মিনারা বেগমের স্বামী মো.আবদুল বর সহ আরো অনেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়মিত প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকে। এছাড়া অভ্যান্তরে ১ম শ্রেনী, ২য় শ্রেনী, ৩য় শ্রেনী কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন রয়েছে। গত ২ আগষ্ট হাসপাতলের পানির পাম্প নষ্ট হওয়ার কারনে পানি উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর থেকে হাসপাতাল কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কলাপাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার বলেন, পাম্প নষ্ট হওয়ায় পানি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর সাথে সাথে স্থানীয়ভাবে পুরাতন মোশিন ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শত প্রচেষ্টা সত্তে¡ও পানির পাম্পটি মেরামত করতে বিলম্ব হলেও ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহ করা হয়ে ছিল। শীঘ্রই পানি সরবারহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বিষয়টি জরুরী ভিত্তিতে পুরাতন মেশিন মেরামত এবং একটি নতুন পাম্প মেশিন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।