ভোলার দৌলতখানে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া অনুষ্ঠান ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ হোসেন রাজ’র বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন খতম, দোয়া অনুষ্ঠান. ও মোনাজাতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ওলামায়ে মাশায়েখ প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গরিব অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, ঢাকা স্কয়ার হাসপাতালের শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আফতাব হোসেন ইউসুফ বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ছেলে। তিনি দৌলতখানে ফ্রি রোগী দেখেন।
You cannot copy content of this page