• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখেই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়,,,,,দৈনিক ক্রাইম বাংলা রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার,,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মহিপুরে দুই শিক্ষার্থী বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় একাধিক নারীর মৃত্যু,অর্থের বিমিময়ে ধামাচাপা অভিযোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ৬ হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ আর্থিক সহায়তা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।


কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন রাখাইন সম্প্রদায়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২


মো.নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ রাতের আকাশে উড়ানো হয়েছে ফানুস। অনাথালয়ে বিতারন করা হয় মঙ্গল আহার। এছাড়া ৭৬ টি মোমবাতি প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন সম্প্রদায়। উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে কাটা হয়েছে কেক। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন তারা। রাখাইন সংগঠন অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপেন্ট ফাউন্ডেশন বুধবার রাত ৮ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়ার বিজয়রামা বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে নায়াপাড়ার বৌদ্ধ বিহারের ভান্তে পুঞাচন্দ্রা মহাথেরো, বিজয়রামা বিহারাধক্ষ উসুচিত্তা মহাথের, সিমা বিহারের বিহারাধক্ষ উত্তম ভান্তেসহ স্থানীয় রাখাইন সসম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপেন্ট ফাউন্ডেশন প্রেসিডেন্ট ও  কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ- সম্পাদক নিউ নিউ খেইন বলেন, ৭৫  পরবর্রতী বাংলাদেশের যে আর্থ সামাজিক,  রাজনৈতিক,  ধর্মীয় বাস্তবতা বিরাজমান ছিল-সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় উৎসব করার যোগ্যতা অর্জন করেছে। যার হাত ধরে আমরা এই গ্রেজুয়েশন প্রোগ্রাম করতে পেরেছি, তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দৃঢ়তায় আমাদের উন্নয়নের চাবি কাঠি। আমরা রাখাইন জনগোষ্ঠী ধারণ করি, এমন শুভ লগ্নে জন্ম হলে তবেই মানবিক মানুষ হওয়া যায়। আমরা সেই জন্মক্ষণ দিনকে মঙ্গল দিন হিসেবে আক্ষ্যায়িত করতে চাই।
###
মো.নাহিদুল হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ