এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালী-০৩ (দশমিনা-গলাচিপা) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদার মোহাম্মদপুর বাসা থেকে পালিয়ে যাওয়া সেই গৃহকর্মী মোসাঃ লিমা বেগম (১৪) কে আটক করেছে দশমিনা থানা পুলিশ। এ সময় লিমার সাথে থাকা আনোয়ারা বেগম (৫০) নামে এক মহিলাকেও আটক করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাশপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্টসুত্রে জানা গেছে, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ এমপি এস এম শাহজাদার ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে নগদ দুই লাখ ৩৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী লিমা। ওই দিনই সংসদ সদস্য এস এম শাহজাদা লিমা বেগম পালিয়ে যাওয়ার ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় সাধারন ডায়রী করেন।
এব্যাপারে দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ঢাকার মোহাম্মদপুরের সবজি ব্যবসায়ী মোঃ ওয়াজিউল্লাহর স্ত্রী আনোয়ারা বেগমের সাথে লিমার পরিচয়ের সূত্র ধরে এমপির বাসা থেকে চুরি যাওয়া টাকা সহ লিমা বেগমকে ফুসলিয়ে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নিলকমল এলাকায় নিয়ে আসেন। সেখানে দির্ঘদিন থাকার পরে গতকাল মঙ্গলবার দশমিনার বাশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাশপাড়া এলাকায় লিমার নানা বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের মোহাম্মদপুর থানায় স্থানান্তর করা হবে।
সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, মেয়েটি টাকা নিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে অনেক খোজাখুজি ও মাইকিং করার পরেও না পেয়ে মোহাম্মদপুর থানায় সাধারন ডায়রী করি। এদিকে দশমিনা থানার ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন মেয়েটিকে আটক করা হয়েছে।
You cannot copy content of this page