এম জাফরান হারুন, পটুয়াখালীতে বিপুল পরিমাণ ইয়াবা সহ একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি শামীম সহ আরও ২ জন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই (নিঃ) এম নজরুল ইসলাম, সংগীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ সাইদুল ইসলাম ও তাদের ফোর্স এর সহায়তায় পটুয়াখালী থানাধীন জৈনকাঠী ইউনিয়ন এলাকা থেকে ১) মোঃ শামিম গাজী (৩৩), পিতা- মোঃ সেলিম গাজী, সাং- ঠেংগাই, ০২ নং ওয়ার্ড, জৈনকাঠী ইউপি, থানা-জেলা-পটুয়াখালী, ২) মোঃ রিয়াজ উদ্দিন (৩০), পিতা- নুর আলম, সাং- হাজারীগঞ্জ, ০৭ নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৩) মোঃ শাহরিয়ার (২৪), পিতা- হাবিব রাঢ়ী, সাং- মাদ্রাজ, ০২ নং ওয়ার্ড, থানা- চরফ্যাশন, জেলা- ভোলাদের কে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এবিষয়ে স্বত্যতা জানিয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই (নিঃ) এম নজরুল ইসলাম জানান, ১নং আটককৃত আসামী মোঃ শামিম গাজী (৩৩), পিতা- মোঃ সেলিম গাজী, সাং- ঠেংগাই, তার নামে ইতোপূর্বে অস্ত্র, মাদকসহ ০৫টি মামলা চলমান রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা হয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।