সেলিম মিয়া: রংপুর প্রতিনিধি।।রংপুর জেলা পরিষদের চেয়ারে বসলেন, নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযেদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল ও মোটর শোডাউন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এরপর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে নিয়ে তিনি জেলা পরিষদের চেয়ারে বসেন। এ সময় তার সাথে স্ত্রী, ছেলে ও নাতনীসহ মুক্তিযোদ্ধার উপস্থিত ছিলেন। এসময় জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারে বসে মোছাদ্দেক হোসেন বাবলু গণমাধ্যম কর্মীদের জানান, জেলা পরিষদের চলমান প্রকল্পের কাজগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং আরো গতিশীল হবে।
সেই সাথে জেলা পরিষদের আয় বাড়াতে বাস্তবসম্মত উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এর আগের চেয়ারম্যানের আমলে কোন দূর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান,মোছাদ্দেক হোসেন বাবলু। এর আগে বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অভ্যার্থনা দিয়ে নিয়ে আসেন মুক্তিযোদ্ধারা।
You cannot copy content of this page