এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাটের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ মোঃ রনি ডাক্তার নামে একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নি) সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোঃ রনি ডাক্তার (২৮), পিতা- মোঃ কেতাব আলী ডাক্তার, মাতা- মোসাঃ আলোমতি বেগম, সাং- দক্ষিন লক্ষীপাশা, ০২ নং ওয়ার্ড, ইউপি- আদাবাড়ীয়া, থানা-বাউফলকে পটুয়াখালী পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ লোহালিয়া খেয়াঘাটের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে আটককৃত রনির বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।