
মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ঃয় ফেল করায় জহিরুলের মেয়ে লিমা আক্তার (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা।
লিমা হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের তিনুয়া গ্রামে জহিরুল ইসলামের মেয়ে এবং হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন সে । দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে লিমা এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।
লিমার বাবা জহিরুল ইসলাম জানান ধান কর্তন করার জন্য রবিবার সকালে আমিসহ আমার স্ত্রী মাঠে যায়। এরপর দুপুর ১টার দিকে বাড়ি থেকে খবর আসে আমার মেয়ে লিমা গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বাসায় যায়। এরপর লিমার গলা থেকে ফাঁস খুলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কবিরুল ইসলাম মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, কেউ এই বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন