• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

বাউফল ফায়ার সার্ভিস কর্মকর্তার তেল চুরির কৌশল ফাসঁ, রয়েছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৫ পঠিত
আপডেট: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শেখের গাড়ীর তেল কেনা নিয়ে তেলেসমাতি জেনে গেছে সবাই। তেলেসমাতি ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে আরও একাধিক অনিয়ম-দূর্নীতির অভিযোগ। ফায়ার স্টেশনের গাড়িগুলোর জন্য যে তেল কেনা হয় সেখানেও তিনি করছেন দূর্নীতি। অভিযোগ আছে তিনি প্রতিনিয়ত যে পরিমাণ তেল কেনেন তার দ্বিগুণ বা তিনগুণ পাম্পের দেয়া ভাউচারে বিল করান।

গত বুধবার (১১ জানুয়ারি) পটুয়াখালীর শিয়ালী বদরপুরের এস এস ফিলিং স্টেশন থেকে মবিল নেন ২০ লিটার এবং তেল নেন ২৫৭ লিটার। বিলের ভাউচারে মবিলের পরিমাণ ঠিক থাকলেও তেলের পরিমাণ লেখান ৪০০লিটার। ঘটনাস্থলেই স্থানীয়রাসহ সাংবাদিকদের নিয়ে তাকে তেল কেনার এ অনিয়ম সম্পর্কে জানতে চান। কিন্তু তখন তেল কেনার এ অনিয়ম সম্পর্কে সদুত্তর দিতে পারেননি বাউফল ফায়ার স্টেশনের এ কর্মকর্তা। সাংবাদিকদের জেরার মুখে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে সহকারী পরিচালকের অফিসে দ্রুত তিনি গাড়ী নিয়ে সটকে পড়েন চালক বাসার ও আরিফুজ্জামান শেখ।

অভিযুক্ত বাউফল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে যেয়ে তদন্ত করেন এবং প্রমাণ নেন। সোমবার (২৩ জানুয়ারি) সরেজমিনে তার অফিসে আসলে তিনি আরও বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমারকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন কাজ।

তথ্য প্রমাণ ও সেদিনের ভিডিও ফুটেজ কি প্রমাণ নই জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা বাকীতে তেল কিনি। তবে বাকিতে তেল কিনলে তার জন্য ডিউ লেখা থাকার কথা কিন্তু সেটাও নেই।

সুত্র জানায়, বাকিতে তেল ক্রয় করার কোন আইন না থাকলেও উক্ত কর্মকর্তা তেল চুরি করার জন‍্য আইন নিজেই তৈরি করেছেন। ওই সময় চালক আবুল বাশার চুপ ছিলেন।

তবে সরেজমিনে আবুল বাশার বলেন, গাড়িতে ৪৩ লিটার তেল এবং দুই ড্রামে মোট ২৫৭ লিটার তেল নিয়েছি। এদিকে ভাউচারে লেখা হয়েছে ৪০০ লিটার তেল।

এব্যাপারে জেলা সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম সরকার বলেন, উপজেলা ফায়ার অফিসার আরিফুজ্জামান শেখের বিরুদ্ধে অনিয়ম দুর্ণীতির অনেক অভিযোগ পেয়েছি। খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফায়ার সার্ভিস মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আমরা আমিরুজ্জামানের তেল চুরির বিষয়ে অবগতির পর তার বিরুদ্ধে প্রশাসন ও অর্থ বিভাগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।

এছাড়াও বিভিন্ন পত্রিকা থেকে জানা যায়, তিনি ঢাকার পোস্তগোলায় কর্মরত থাকাকালীন অপরাধে তাকে উত্তরায় সংযুক্ত করা হয়। উত্তরায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় গিয়ে ১০ লক্ষ টাকা আত্নসাৎ করেন। এ বিষয়ে বিভাগীয় অভিযোগ হলে ব‍্যারাকে তার বালিশের ভিতর থেকে টাকা উদ্ধার হয়। পদোন্নতি না দিয়ে তাকে মুন্সীগঞ্জ শ্রীনগর বদলি করলে সেখানে লাইসেন্স তৈরির চাদাঁবাজীর অভিযোগ হয়। এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালী জেলায় বদলী করা হয়। বাউফল জেলার দুরবর্তী উপজেলা হওয়ার সুবাধে চালক আবুল বাসার সহ প্রতিমাসে তেল চুরি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ