• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

ঘোড়াঘাটে রাণীগঞ্জ মন্দির মার্কেটে আগুন পুড়ে গেল ৪টি দোকান, ব্যাপক ক্ষতি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ মন্দির মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৪টি দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল। বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

২ মার্চ বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়ক সংলগ্ন ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ মন্দির মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রুপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশ পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গো খাদ্য ও মোবাইল যন্ত্রপাতি দোকান সহ চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবী তাদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রুপক কুমার সরকার বলেন, আমার দোকানের ২টি মোটর সাইকেল সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের উপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।

গোখাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্থ দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুনে পুড়ে গেছে এ সব দোকানে থাকা আরো প্রায় ৩ লাখ টাকার মালামাল । ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ