• শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা,,,, নয়াদিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের বৈঠক,, বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির,,,, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আহত এএসআই নুর ইসলাম,,, রামপুরায় টিভি ভবনের সামনে পার্কিং করা বাসে আগুন, পুলিশের ধারণা ‘পরিকল্পিত’,,,,, শিংলা বালুকা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়,,, জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,, আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না—আবারও উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা,,, আবারও স্বর্ণের দাম কমলো বিশ্ববাজারে,,

রংপুরে এক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণ শিকার মামলা ২৭ দিন হলেও গ্রেফতার হয়নি আসামি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি ।।

রংপুর মহানগরীর ১০নং ওয়ার্ডে ফাঁকা বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী এক কিশোরী-কে ধর্ষণ করেন ঢাকা ক্যান্টমেন্ট-এ কর্মরত কার্পেন্টার আবুল কালাম আজাদ (৫১)। ওই ঘটনায় দায়েরকৃত মামলার ১৮দিন পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে ধর্ষক, অপরদিকে হতাশায় ভুগছেন ভুক্তভোগী অসহায় পরিবার।

রংপুর নগরীর ১৩নং ওয়ার্ডস্থ দামোদরপুর এলাকার ফরহাদ হোসেন ও রোজিনা দম্পতির প্রতিবন্ধী কন্যা রিফা মনি (১৯) বাবা মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ওই প্রতিবন্ধী কিশোরী। স্থানীয় সুত্রে জানা যায়, দারিদ্রতার ঘোচাতে তার বাবা মা কাজ করেন ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। মা কাজ করেন আয়া পদে আর বাবা ফরহাদ ওয়ার্ড বয়। রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাজায়, গত ৩০ এপ্রিল ২২ইং পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রংপুর নগরীর ১০নং ওয়ার্ডের বক্তিয়ারপুর আদর্শগ্রামে বাবা মা ও একমাত্র ভাইয়ের সাথে নানা ইবরাহীম খলিলের বাড়িতে বেড়াতে আসেন রিফা মনি। ঈদ উদযাপনের পরে শারীরিক প্রতিবন্ধী রিফা মনিকে তার নানার বাড়িতে রেখে কর্মস্থলে চলে যান বাবা মা ও ভাই।

প্রায় সাড়ে পাঁচমাসের মাথায় পূণরায় ছুটি পেয়ে গত ১৪ সেপ্টেম্বর ২২ইং রোজিনা আক্তার রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানাধীন তার বাবার বাড়িতে এসে প্রতিবন্ধী মেয়ে রিফা মনিকে ঢাকা সাভারের ভাড়া বাসায় নিয়ে যায়।
সাভারে যাবার পর হঠাৎ করেই চলতি বছরের ৩০ শে জানুয়ারী রিফা মনির বুকে প্রচন্ড ব‍্যাথা অনুভব হওয়ায় তার মা রোজিনা আক্তার রিফা মনিকে গ‍্যাস্ট্রিকের ঔষধ খাওয়ান। ঔষধ সেবনের পরেও ব্যাথা ভালো নাহলে, পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করেন এবং জানতে পারেন তার প্রতিবন্ধী মেয়ে রিফা মনি অন্ত:সত্বা!

রোজিনা আক্তার তার মেয়ে রিফামনি কে এই জঘণ‍্য কাজের কথা জিজ্ঞেস করলে মেয়ে বলেন,গত ১২ আগষ্ট ২২ ইং দুপুরের খাবারের পরে বিকেল আনুমানিক ০৩ ঘটিকার সময় পার্শ্ববর্তী নানা জনৈক শহিদুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যান। ওই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম আজাদ(৫১) তিন সন্তানের জনক।
টিভির ঘরে প্রবেশ করে, খাঁটের উপর ফেলে জোর পূর্বক ধর্ষন করে এবং তাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে বলে এই কথা কাউকে জানালে তার পরিবারের সকলের অনেক বড় ক্ষতি হবে। এমনকি তাকে মেরে ফেলার হুমকিও প্রদান করেন ধর্ষক আবুল কালাম আজাদ। এই ঘটনার কথা তার মেয়ের কাছ থেকে শোনার পর দ্রুত তার স্বামী ফরহাদ হোসেনকে অবগত করে এবং রিফাকে নিয়ে রংপুরে তার বাবা ইব্রাহীম খলিলের বাসায় চলে আসেন। এজাহার নামীয় স্বাক্ষী, মাসুদ আহমেদ(৩৫) পিতা মোঃ ইব্রাহীম খলিল, সেফালী বেগম (৫০) স্বামী শহিদুল ইসলাম, আনিছা বেগম (৪৫) স্বামী আজিজুল ইসলাম উভয় সাং বক্তিয়ারপুর পুর আদর্শগ্রাম থানা হাজির হাট মেট্রো: রংপুর মহানগর গণকে নিয়ে পহেলা ফেব্রুয়ারি ২৩ইং তারিখে মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ধাপ রংপুরে রিফা মনির আল্ট্রাসনোগ্রাম করানো হয়। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী অন্ত:সত্বা প্রতিবন্ধী রিফা মনি।

তাৎক্ষনিক উপরোক্ত বিষয় পরিবারের সকলের সাথে আলোচনা করে বিবাদীর বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি ২৩ইং রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করা করেন।
নারী শিশু নির্যাতন আইনের সংশোধনী অদ্ধাদেশ ৯ এর (১) মামলা রুজু করা হয়। মামলা নং-৬ তারিখ ১৩-০২-২০২৩ইং সময় ১০ঘটিকা।

স্থানীয়দের অভিযোগ,বিবাদী আবুল কালাম আজাদ ও তার তিন সন্তান সবাই সরকারি চাকুরী করেন। ওরা অনেক টাকার মালিক তাই সমাজে তাদের প্রভাবও অনেক বেশী। তারা এই ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন মহলের মাধ‍্যমে ভুক্তভোগীর পরিবারকে টাকার প্রস্তাবও দেয়া হচ্ছে। স্থানীয়দের দাবী আবুল কালাম আজাদ-কে প্রতিবন্ধী রিফা মনির সন্তানের স্বীকৃতি দিতে হবে, রিফা মনিকে দিতে হবে স্ত্রীর মর্যাদা। অন্যথায় ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন করবে এলাকাবাসী।

ধর্ষিতার বাবা ফরিদ হোসেন জানান, মামলা করার আজ ২৭দিন এখন পর্যন্ত আসামি গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ সুত্রে আমরা জেনেছি ধর্ষক আবুল কালাম আজাদ অসুস্থ সিএম এইচ চিকিৎসাধীন আছে সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে! অপরদিকে ধর্ষকের দুই ছেলে সেনা সদস্য মাসুদ রানা এবং মামুনুর রশীদ আমার শ্বশুর বাড়ির লোকজনদের বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছেন। ধর্ষকের বড় ছেলে সেনা সদস্য মাসুদ রানা বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছেন টাকা হলে এসব কেস মামলা কোন ব্যাপার নয়। টাকা দিয়েই আমরা মামলা খেয়ে ফেলবো।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আলমগীর হোসেন বলেন, নারী ও শিশু আদালতের বিশেষ ট্রাইবুনালে আসামীর এমন ঘৃণিত জঘন‍্য ও অমানবিক অপরাধের রায় মৃত‍্যুদন্ড কার্যকরের বিধান রয়েছে।

উল্লেখিত মামলার বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ জানান, সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে চলতি সপ্তাহে আসামীকে গ্রেফতার করা হবে।

অপরদিকে হাজির হাট থানার তদন্ত অফিসার (ওসি) শাহ-আলম বলেন, ধর্ষক-কে গ্রেফতারের জন‍্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে ঢাকা ক্যান্টমেন্ট আসামিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ