• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

স্নেহা মাদকাসক্তি মানসিক হাসপাতালে এক রোগীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৮ পঠিত
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩


রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরে স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতালে এক রোগীর আত্যহত্যার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২৪)।
গত ২০/০২/২৩ ইং তারিখে মাদকাশক্ত ও মানসিক সমস্যা জনিত কারণে আরকে রোডস্থ স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতাল রংপুরে চিকিৎসার জন্য ভর্তি হয়। বুধবার (২৯ মার্চ)২০২৩ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদকাসক্ত হাসপাতালের রান্না ঘরের বেলকনিতে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

এদিকে অফিস স্টাফ মশিউর রহমান জানান, প্রথমে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে অফিসের লোকজনকে ডাক দেই। কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারুল কাদির মাসুম বলেন, গতরাতে রোগী সুস্থ ছিলো, রাতে সেহরি পর ওষুধ খেয়ে ফজরের নামাজ পড়েন। সকালে বেলকনিতে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায় সে আত্যহত্যা করেছে।
মেহেদীর বাবা মশিউর রহমান বলেন, আমরা সকালে জানতে পারি মেহেদী আত্যহত্যা করেছে। পরে হাসপাতালে এসে দেখি আমার ছেলে আর নাই। সে মাদকাশক্ত ও মানসিক রোগী ছিলো তার চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করেছি।
কোতয়ালী থানার এসআই মিটু বলেন, আমরা সংবাদ পেয়ে তদন্ত কর্মকর্তা স্যার সহ মাদকাশক্ত হাসপাতালে আসি এসে দেখি লাশটি ঝুলন্ত অবস্থায় আছে। পরে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই। মেহেদীর হাতে পায়ে দুটি কালচে দাগ দেখতে পেয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ