• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

সুনামগঞ্জে উদযাপিত হলো বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব/d.c.b

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সুনামগঞ্জ ৩০ মার্চ,২০২৩ (): জেলার মধ্যনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ উৎসব সম্পন্ন হয়।
বাস্তুপূজা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বানাই কল্যাণ পরিষদের সভাপতি বিশ্বেসর বানাই, মোহনপুর গাঁওবুড়া লুদরসিং বানাই, ধর্মপাশা আদিবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আশুতোষ হাজং,আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য ধুবরাজ বানাই প্রমুখ।
বক্তারা বলেন- বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন উপাদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বানাই শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের আহবায়ক রাসেল আহমদ আজ বাসসকে জানান, বাংলাদেশে বানাই সম্প্রদায়ের মোট জনসংখ্যা ৩২০ জন। এর মধ্যে মধ্যনগর উপজেলার মোহনপুর ও বহেরাতলী গ্রামে ৬২টি বানাই পরিবার বাস করে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী এলাকায় আরও ৮ টি বানাই পরিবার রয়েছে। ক্ষুদ্রতম এ নৃ-গোষ্ঠী এই বানাই সম্প্রদায়ের দুইজন সরকারি চাকরিজীবী ও চারজন স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ