• রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা কলাপাড়াবাসী সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মেয়রের ভাইপো’র নেতৃত্বে হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিয়েছে,সংবাদ সম্মেলনে অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১২৭ পঠিত
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইলিশ পার্ক আগত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্পট। এটি সারা দেশের এখন পরিচিত নাম। রাস্তা প্রসস্থ করতে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের ভাইপো আবুবকর এর নেতৃত্বে একদল লোক হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভেঙ্গে দিয়েছে। এমন অভিযোগ এনে রবিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রুমান
ইমতিয়াজ তুষার। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি সাবেক মেয়রের লোক, এমন প্রতিহিংসার কারনে গত ৫ এপ্রিল ফজরের পরে আমার প্রতিষ্ঠানে হামলা
চালানো হয়েছে। খোজ নিয়ে জানতে পারলাম ওইদিন সন্ধ্যায় একটি আবাসিক হোটেলে বসে বাইরের কিছু লোক নিয়ে প্লান করা হয়। কয়েকদিনের মধ্যে রোলার ও টলি দিয়ে আঘাত করে পার্কের কটেজ ও দেয়াল ভাঙ্গা হবে, কিন্তু বলা হবে এটি দূর্ঘটনা। এসব জেনে মেয়রের উপর নিরপেক্ষতার আস্থা হারিয়ে সংবাদ সম্মেলনের
পথ বেচে নিয়েছেন বলে তিনি জানান।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন, এ পার্কটি প্রায় ১৪৯ ফুট দৈর্ঘ ও প্রবেশ পথে সামনে দিকে ৮৫ ফুট প্রস্থ। এছাড়া পিছনের দিকে ১০৩ ফুট প্রস্থ রয়েছে।
এখান থেকে ৮/১৪৯ ফুট জমি দিয়ে পার্কের নিজস্ব রাস্তা করি যা এখন লোক জনের জন্য উন্মুক্ত। ওই রাস্তায় ২৫ শত ইট আমার বিছানো ছিল। সেই ইটও পৌরসভা বিক্রি করে খেয়েছে।

এব্যাপারে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, যে জায়গাটা ভাঙ্গা হয়েছে সেই জায়গাটা তার না এবং এটা নিয়ে বারবার বৈঠক করতে চাইলেও তুষার বসেনি। সে সাবেক মেয়রের লোক এই ধরনের কোনো কথা আমি কখনো বলিনি। আমি নিজের কেনো স্বার্থে না পৌরসভার স্বার্থে রাস্তা নির্মাণের জন্য করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ