• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কালকিনিতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহ‌ম্মেদ / ১৮৯ পঠিত
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩


মাদারীপুরের কালকিনিতে জাম গাছ থেকে পড়ে ঈশান শিকদার(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ঈশান উপজেলার কয়ারিয়া এলাকার বজলু শিকদারের একমাত্র ছেলে ও কয়ারিয়া মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র। রোববার রাতে তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, রোববার সন্ধ্যায় ঈশান শিকদার তার বাড়ির পাশের একটি গাছে জাম পাড়তে ওঠে। এ সময় ঈশান তার পাঁ পিচলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে। পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহতের বোন তানহা খানম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই জাম পাড়তে গিয়ে গাছ থেকে নিচের একটি ডোবার পানির মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ডুবে থাকে। পরে আমরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করা হয়। আমার একমাত্র ভাইকে হারিয়ে আমরা কিভাবে বাঁচবো।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। শিক্ষার্থী ঈশান গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ