মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করো এবং সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডবøুজিইডি) এর উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের
সামনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ইনস্টিটিউট অব এনার্জি ইকোনোমিক্স, জাপান (আইইইজে) বাংলাদেশের জন্য সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) প্রণয়ন করছে।
এর আগে ২০১০ ও ২০১৬ সালেও জাইকার সহোযোগিতায় বিদ্যুৎ খাত বিষয়ক মহাপরিকল্পনা (পিএসএমপি) প্রনয়ন করা হয়েছিল। এগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছিল আমদানি-নির্ভর কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করোনা-পরবর্তী অর্থনৈতিক সংকটে এখন বাংলাদেশ গুরুতরভাবে আমদানিকৃত জ্বালানির ঘাটতিতে ভুগছে। ফলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করেও বিদুৎ সমস্যার সমাধান করা যাচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর
ও বায়ুবিদ্যুতে বিনিয়োগ করলে বর্তমান সংকট এতটা গভীর হতো না। প্রান্তজন’র নির্বাহি পরিচালক এস এম শাহাজাদা এর সভাপতিত্বে যুব সমাবেশে
বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল, এনজিও প্রতিনিধি পলাশ মোড়ল, যুব প্রতিনিধি ইমরান হোসেন পিয়াল, রিক্তা ইসলাম, তাসফিয়া ইসলাম পর্ণা প্রমূখ।