• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার এমপি প্রার্থী বীথিকার/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আগুনে পুড়ে তিন দোকান ভস্মীভূত।। দোকান মালিকদের ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

এখনো ফেরেনি গভীর সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা,বেশির ভাগ মৎস্য আড়ৎ খালি/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১২৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মনির হাওলাদার।।

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর গভীর সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা এখানো ফিরেনি ঘাটে। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের বেশির ভাগ মৎস্য আড়ৎ এখন ফাঁকা। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে যাওয়া জেলেরা ফিরছেন আড়ৎ ঘাটে। এদের মধ্যে কেউ ফিরেছেন খালি হাতে। কেউবা আবার এসেছেন কিছু সংখ্যক মাছ নিয়ে। তবে আবহাওয়া অনুকুলে থাকলে গভীর সাগরে অবস্থানরত জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ এমটাই জানিয়েছে মৎস্য সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সাথে সাথে রবিবার দিনভর ইলিশ শিকারে জেলেরা ট্রলার নিয়ে ছুটেছেন গভীর সমুদ্রে। এসব ট্রলারের জেলেরা সাগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। আবার কেউ জাল ফেলেছে। কেউবা জাল ফেলার জন্য প্রস্ততি নিচ্ছেন। ওইসব ট্রলার গুলোতে মাছ সংরক্ষণের জন্য বরফ, জ্বালানিসহ বেশ কয়েক দিনের খাদ্যসামগ্রী নিয়ে গেছে।
ট্রলার ও আড়ৎ মালিকরা জানান, জেলেরা সাগরের পানি দেখলে বুঝতে পারেন, ইলিশ আছে, না নেই। ইলিশ যেখানে থাকবে, সেখানকার পানির লালচে রং ধারণ করে। ডিম ছেড়ে ইলিশগুলো এখন উপকূলের কাছাকাছি সাগরে অবস্থান করতে পারে। তাই তাঁরা ট্রলার নিয়ে ঘুরেফিরে এসব স্থানে ইলিশের সন্ধান চালাচ্ছে। এখন পর্যন্ত কোন ট্রলারই ঘাটে আসেনি। বিগত বছরের মন্দা কাটিয়ে এ বছর সাগরে মিলবে কাংখিত রুপালী ইলিশসহ সামুদ্রিক মাছ এমন প্রত্যাশাই তাদের।
আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, টানা দুইমাস নিষেধাজ্ঞা শেষে মহিপুর-আলিপুর আড়ৎ ঘাট থেকে সব ট্রলারই সাগরে গেছে। এখন পর্যন্ত মাছ শিকারে করে ট্রলার নিয়ে ঘাটে ফিরেনি জেলেরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আশাকরি জেলেদের জালে কাংখিত ইলিশ ধরা পরবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ