• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে কক্সবাজারের বিচারকদের সৌজন্যে সাক্ষাৎ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৭৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে সফররত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে কক্সবাজার জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ৩১ জুলাই সকালে কক্সবাজার সমুদ্র পাড়ের  জলতরঙ্গ রিসোর্টে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে  বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের নারীও শিশু  নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল ১,২, ও ৩ এর বিচারক জেলা জজ  মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মোঃ নুরে আলম ও মোঃ  আবু হান্নান, চীপ জুডিসিয়াল ম্যাজিসট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ  ২,৩ ও ৪ এর মোহাম্মদ  সাইফুল ইলাহী,মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ  মোশারফ হোসেন, যুগ্ম জেলাও দায়রা জজ  প্রথম আদালতের বিচারক সাইফুল ইসলাম যুগ্ম ও জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা: রেশমা আক্তার,  অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিসট্রেট কৌশিক আহাম্মদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিসট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র  সহকারী জজ মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি  বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কক্সবাজার বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন কে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে  শুভেচ্ছা জানিয়ে অত্যান্ত সৌহাদপূর্ণ পরিবেশে পরস্পর  কৌশল বিনিময় করেন। এ সময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হার সহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে  বিশ্বস্ত সূত্র জানিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন  কক্সবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিসট্রেট ভবন নির্মানের  বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিসট্রেট আব্দুল্লাহ আল মামুন সিজেএম ভবন নির্মানের জন্য জমি বরাদ্দ করা সহ প্রাথমিক  অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবহিত করেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ  জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  ছিলেন। রাষ্ট্রপতি গত ৩০ জুলাই ২ দিনের সফরে  স্বপরিবারে কক্সবাজারে আসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ