• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

কমলনগরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে ভিটামিন ‘এ’ক্যাম্পেইন পালিত হয়েছে।
তার ই ধারাবাহিকতায় লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেই চলে।

উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্র গুরে দেখা যায় স্বাস্হ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা স্বতপূর্ত ভাবে কেন্দ্রে আশা শিশুদের ভিটামিন ‘এ’ ভিটামিন এ খাওয়াতে,
স্বাস্হ্য কর্মীরা বলেন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল আমরা খাওয়াচ্ছি।

উপজেলার ভিটামিন ‘এ’ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করে জানান উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট শিশু ৪২৭৩ জন এরং ১২-৫৯ মাস বয়সী মোট শিশু সংখ্যা ৩২৩৭৪ জন।
কমলনগর উপজেলায় প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
খুব কম সংখ্যক শিশু বাদ পরেছে এই ক্যাম্পেইন থেকে,তাবে যেসকল শিশু বাদ পরেছে তাদেরকে আমারা পরবর্তী ইপিআই কেন্দ্রে আবার ও ক্যাপসুল খাওয়ানো হবে যেন কোন শিশুই যেন এই সুফল থেকে বাদ না পরে।
তিনি বলেন শিশুর পুষ্টির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুদের ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’এর অভাব জনিত রোগ বেশি দেখা যায়। বিশেষ করে শিশুদের শরীরে ভিটামিন ‘এ’এর অভাব থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় অসুখ বেশি দেখা দেয়।

তিনি আরো বলেন আমাদের দেশে অনেক শিশু ভিটামিন ‘এ’ এর অভাবে দৃষ্টিশক্তি হারায় এই ভিটামিন শিশুর দৈহিক, মানসিক ও রোগ প্রতিরোধক শক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ।

তাই সরকার বছরে ছয় মাস পর পর দুই বার সারা দেশে এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় আজ এই বছর দ্বিতীয় বারের মতো ভিটামিন ‘এ’খাওযানে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ