• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ,,,,দৈনিক ক্রাইম বাংলা ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেসবুক পোস্টে ডাকসুর ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা শিক্ষার্থীরা যদি এটিই রায় মনে করেন, আমি সম্মান জানাই: জিএস প্রার্থী হামিম,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আদালতের স্থগিতাদেশের ফাঁদে বিপুল পরিমাণ ঋণের টাকা,,,,,দৈন ক্রাইম বাংলা ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,,,দৈনিক ক্রাইম বাংলা বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা

তালতলীতে প্রবাসীর বাড়ি থেকে স্ত্রীর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মিঠু সরদার।। / ১২৯ পঠিত
আপডেট: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মোঃ মিঠু সরদার,তালতলী(বরগুনা)প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে তানিয় আক্তার (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন এটা আত্মহত্যা হতে পারে না, এর পেছনে রহস্য লুকিয়ে আছে।
সোমবার(০১ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সওদাগারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সওদাগার পাড়া এলাকার গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান,গৃহবধূ তানিয় আক্তার তার স্বামীর বাড়ী বসবাস করেন। তার একমাত্র ছেলে কে নিয়ে বসবাস করে আসতেছিল। গত এক মাস ধরে স্বামী মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিন দেশে আসা ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া ঝাটি চলছিল তানিয়ার সাথে। এর জের ধরে সোমবার ভোর রাতে কোন এক সময়ে তানিয়া নিজ ঘরের মাচা(দ্বিতীয় তলার) আড়ার সাথে দড়ি (রশি) দিয়ে ফাঁস দেয়। সকালে ছেলে প্রকৃতির ডাকে সারা দিয়ে তার মাকে (তানিয়া) ডাক দিলে কোন প্রকার শব্দ না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ঘরের মাচা(দ্বিতীয় তলার) গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখে পাশের বাড়ির লোকজন ডাক দেয়। লোকজন এসে ঝুলন্ত দড়ি কেটে লাশ নিচে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নিহত তানিয়ার গলায় দাগ রয়েছে। প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ