• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে লবণ মাঠের বিরোধে সন্ত্রাসী হামলায় ৬ জন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৬০ পঠিত
আপডেট: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
Exif_JPEG_420

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্মবাজারের মহেশখালীতে লবণ মাঠের জমি নিয়ে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায়  ৬ জন লবণচাষী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।ভাড়াতে সন্ত্রাসীরা লবণ মাঠের আনুমানিক ৫০ হাজার টাকার পলিথিন কেটে টুকরো টুকরো করে ব্যাপক তান্ডবলীলা চালিয়েছে বলে থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন মামলার বাদী আবুল কালাম। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ির পশ্চিমে ৬ কিলোমিটার দূরে অবস্থিত আজগর ঘোনায় গত ৩ জানুয়ারী বুধবার বিকাল ৩ ঘটিকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানাযায়,গত বুধবার বিকাল ৩ ঘটিকার সময় পৈত্রিক সূত্রে প্রাপ্ত মোজাম্মেল গং এর স্বত্ব দখলীয় কালারমারছড়ার আজগর বাপের ঘোনায় লবণ মাঠে কাজ করার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা করে। প্রথমে তারা ফাঁকা গুলিবর্ণ করে পরে লম্বা দা লোহাররড়, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় এতে ৬ জন আহত হয়।প্রথমে আহতদের মহেশখালী উপজেলা হাসপাতাল পরে গুরুতর আহত দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তারা হচ্ছেন, কালারমারছড়া ইউনিয়নের ফকির জুম পাড়ার মৃত হাজী সৈয়দ আহমেদের ছেলে মোজাম্মেল হক (৪৩) নোনাছড়ি গ্রামের মৃত আলী আজগরের ছেলে আবদুল আজিজ (২৫)।অন্যান্য যারা মহেশখালী উপজেলা হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন তারা হচ্ছেন ফকির জুম পাড়ার মৃত হাজী সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (২৮), নোনাছড়ি গ্রামের আবদুস ছালামের ছেলে আবদুল হান্নান( ২৮), নবী হোসেনের ছেলে মঈনুদ্দিন (২০) ও তালেব আলীর ছেলে নাজেম উদ্দিন (২৭)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নোনাছড়ি গ্রামের মোঃ মানিক এ প্রতিবেদককে জানান, ১৪/১৫ জন সশস্ত্র সন্ত্রাসী নোনাছড়ি গ্রামের নুরুল হুদার ছেলে আবদুল হান্নানের নেতৃত্বে নুরুল হুদা,বাদশাহ মিয়া,মোঃ সুমন, মোঃ ছোটন,ও মোঃ আশেকসহ ১৪/১৫ জনের অস্ত্রধারী দুপুরের পর গত ৩ জানুয়ারী বুধবার গুলিবর্ষণ করে আশেপাশের লবণ চাষীদের ভীতি সৃষ্টি করে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে হামলা চালায় নিজ লবণমাঠে কর্মরত মোজাম্মেলদের উপর। এসময় কিছু সময়ের জন্য ঘটনাস্থল রণক্ষেত্রে পরিনত হয়।অস্ত্রধারী সন্ত্রাসীরা চলে যাবার পর দূর থেকে প্রত্যক্ষদর্শী লবণচাষীরা রক্তাক্ত অবস্থায় আহতদের ৬ কিলোমিটার  কাঁধে বহন করে রাস্তায় এনে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
মামলার বাদী আবুল কালাম জানান,সৃষ্ট ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়ে ঘুম, খুনসহ নানা অপরাধ কর্মকান্ডে আমাদের জড়িত করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি মহেশখালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, এবিষয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছে বাদি পক্ষ। যথাযথ তদন্ত সাপেক্ষে মামলা রুজুসহ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ওসি আরও জানান নির্বাচনী কাজে ব্যস্থ থাকায় মামলার তদন্তে বিলম্ব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ