• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় বিএনপি নেতার অপকর্মের বিরুদ্ধে মানবন্ধন,,,,দৈনিক ক্রাইম বাংলা চিয়া সিডের সঙ্গে এই খাবারগুলো খাওয়া হতে বিরত থাকুন,,,,দৈনিক ক্রাইম বাংলা মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ চাইলেন ব্লেক লাইভলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন বিএনপির মঈন খানের,,,,,দৈনিক ক্রাইম বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুব, নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে এবি পার্টি’র নির্বাচনী ইশতেহার,,,,,দৈনিক ক্রাইম বাংলা পথশিশুদের অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে,,,,,দৈনিক ক্রাইম বাংলা নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৫ জন,,,,,দৈনিক ক্রাইম বাংলা কী আছে এই নতুন আইফোন ১৭ এয়ারে?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা, উপকূলে হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১২৬ পঠিত
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। শনিবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ। এতে স্থবিরতা নেমে এসেছে সমুদ্র উপকূলীয় জনজীবনে। হাড় কাপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরা লে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডার কারনে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

ইদ্রিস নামে এক শ্রমিক বলেন, মোটা কাপড় পড়েছি। তার পরও শীত ডুকছে শরীরে। এখন রিকশা চালানোই দায় হয়ে পড়েছে। আর বাজারে মানুষের আনাগোনাও কম। সকাল থেকে তেমন যাত্রী পাইনি। ভ্যানচালক মোসলেম মিয়া বলেন, শীতের সঙ্গে হিমেল বাতাস বইছে। যে কারণে ভ্যান চালাইতে গেলে শীত বেশি অনুভূত হয়। অনেক সময় গাঁ বরফের মতো হয়ে যায়। নাচনাপাড়া গ্রামে বেরি বাধে বসবাকারি মিন্টু মিয়া বলেন, এই শীতে শরীর একেবারে বরফের মতো হইয়া গেছে। মোটা কাপড় পড়ছি এতেও শীত দমাতে পারছেনা। তাই খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করেছেন তারা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সপ্তাহজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। এছাড়া,অনেক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ