• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা,প্রতিবাদ করলেই দেয়া হয় মিথ্যা মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চায়-আপন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

গ্রামের স্কুল থেকে পাশ করে মেডিকেলে চান্স পেয়েছে আপন। সে এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চাইছেন। আবদুল আজিজ আপন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কামালপুর মো. হাশেম উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাশ করেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন। এসএসসি শেষে আপন ঢাকা কলেজে এইচএসসিতে ভর্তি হন। এবছর জিপিএ-৫ পেয়ে সে এইচএসসি উত্তীর্ণ হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল। এই ফলাফলে আপন ২৬৮.২৫ স্কোর পেয়ে মানিকগঞ্জের কর্ণেল আবদুল মালেক মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন।

আপন বলেন, ‘বাবা মায়ের মতো আমারও স্বপ্ন ছিল ডাক্তার হবো। এজন্য কলেজে ভর্তির শুরু থেকেই ভালো মত পড়াশোনা করেছিলাম। সবসময় পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। শিক্ষকরাও আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার এই সফলতার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি এমবিবিএস পাশ করে গ্রামের মানুষের ডাক্তার হতে চাই।’

আপনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায় বদলকোট ইউনিয়ন রেজ্জাকপুর গ্রামে। তার বাবা হারুন অর রশিদ পেশায় শীপ ইঞ্জিনিয়ার এবং মা জেসমিন বেগম গৃহিনী।

কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন বলেন আপন স্কুলে থাকতে অনেক মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিল। তার সাফল্যে শিক্ষক হিসেবে আমরা গর্ববোধ করি। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

এবছর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২৯৫টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ