• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। অধ্যাদেশের ৮০% কাজ শেষ, সাত কলেজের আন্দোলন স্থগিত কলাপাড়ায় মসজিদের কাজে বাঁধা,প্রতিবাদ করলেই দেয়া হয় মিথ্যা মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের উদ্বেগ মিথ্যা মামলার বেড়াজালে পড়ে নিঃস্ব হয়ে ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে দরখাস্ত/দৈনিক ক্রাইম বাংলা।। আইনজীবী ও বিচারক একই পাখির দু’টি ডানা। বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার পাবে এদের সমন্বয়ে’ ………মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবিএম হাসান/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাঠের ব্রীজই লক্ষাধিক মানুষের চলাচলের ভরসা/দৈনিক ক্রাইম বাংলা।। যথার্থ জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক …..উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক/দৈনিক ক্রাইম বাংলা।। রিও প্রগতি মানবতা অ্যাওয়ার্ডে ভূষিত ‘আমরা কলাপাড়াবাসীথ সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।।

রামুতে আগুনে পুড়িয়ে যাওয়া ১৩ পরিবারকে সহায়তা দিল কোষ্ট ফাউন্ডেশন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৬৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামে এক ভয়াবহ আগুনে ১৩ পরিবার নিঃস্ব হয়ে গেছে। ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে। এই আগুনের ভয়াবহতা এতোটা প্রকট ছিল, এতে রামু ফায়ার সার্ভিসের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রশাসনের মতে এই আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা। ভয়াবহ এই আগুনে ১৩ পরিবারের সবকিছু পুড়ে গেছে। শীতের মধ্যে এসব পরিবারের কাছে কিছুই নেই বললে চলে।
কোস্ট ফাউন্ডেশন একটি স্থানীয় মানবিক সংস্থা। কক্সবাজার জেলার স্থানীয় মানুষের বিপদে সবসময় পাশে থাকে। তারই প্রেক্ষিতে কোস্ট ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং পরিচালক কোর তারিক সাঈদ হারুণের নির্দেশে ক্ষতিগ্রস্থ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রতি পরিবারকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। তিনি ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারে হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার মানুষের একটি প্রিয় মানবিক সংস্থা। তারা যেকোন বিপদে মানুষের পাশে থাকে। এই আর্থিক সহায়তা আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ১৩ পরিবারের প্রাথমিক ধবল কাটিয়ে উঠতে সহায়তা করবে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন সবার আগে তাদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উক্ত আর্থিক সহায়তা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, রামু ফতেখাঁকারকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি আবুবক্কর ছিদ্দিক, ফতেখাঁকারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক, কোস্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী জনাব আশেকুল ইসলাম এবং অন্যান্য কর্মকতাবৃন্দ।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আশেকুল ইসলাম বলেন, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি আরো বলেন, আমরা হয়তো কিছু আর্থিক সহায়তা করতে পেরেছি কিন্তু পরিবারগুলোর যে অপূরনীয় ক্ষতি হলো তার পূরণ করা সম্ভব না। কোস্ট সর্বদা অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে বলে ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ