• শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশই জনতা জনতাই পুলিশ বোরহানউদ্দিনে ওপেন হাউজ ডে/দৈনিক ক্রাইম বাংলা।। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের শুনানি ৪ নভেম্বর,,,,দৈনিক ক্রাইম বাংলা নঈম নিজাম ও সৈয়দ বোরহানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর,,,,,দৈনিক ক্রাইম বাংলা মঞ্চ ৭১’ অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনাসহ ১০ বিষয়ে ঐকমত্য,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা : রমজানের আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল,,,,দৈনিক ক্রাইম বাংলা দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।।

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮৮ বহিস্কার ১/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ১৩৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥

ঝালকাঠিতে এসএসসি/সমমান পরীক্ষার প্রথম দিনে ৩১টি কেন্দ্রে মোট অনুপস্থিত ১৮৮ জন এবং ১ জন বহিস্কার হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলায় এসএসসি/ এসএসসি (ভোকেশনাল)/ দাখিল সমান পরীক্ষায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ১৭টি, এসএসসি(ভোকেশনাল) ৭টি ও দাখিল ৭টি।
এবছর এসএসসিতে বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ৭২১২জন, তারমধ্যে উপস্থিত পরীক্ষার্থী ৭হাজার ১৫৪জন, অনুপস্থিত ৫৮জন। দাখিল পরীক্ষার কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৭৭৬ জন, তার মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৬৬৭জন, অনুপস্থিত ছিলো ১০৯ জন। এসএসসি(ভোকেশনাল) বাংলা-২ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৯ শত ১৩ জন, উপস্থিত পরীক্ষার্থী ৮ শত ৯২ জন, অনুপস্থিত ২১জন এবং ১জন বহিস্কার হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের সাধারণ শাখা হতে জানা যায়, বহিস্কার হওয়া পরীক্ষার্থী নলছিটি উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল ভোকেশনাল এর পরীক্ষার্থী। সর্বমোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৮৮জন।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ প্রতিবেদককে জানান, “ঝালকাঠি জেলার সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।”
রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্রের কেন্দ্রসচিব পীযূষ কান্তি মন্ডল জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ