• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজার রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের৩৪ জন কূটনীতিক/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামুতে খ্রীষ্টপূর্ব ২৬৮ অব্দে নির্মিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে মুগ্ধ হলেন, আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ২৪ দেশের ৩৪ জন কূটনীতিক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিভিন্ন দেশের কূটনীতিকরা রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ মহাবিহারে পৌঁছান তারা। এ সময় বিহারের পরিচালক মহাথের কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার,  রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান,জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সহ-সভাপতি প্রবাল বড়ুয়া নিশান, যুগ্ম-সম্পাদক তরুপ বড়ুয়া ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান।
ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মিসর, স্পেন, ইতালি, ডেনমার্ক, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ভ্যাটিকান, কোরিয়া, কসভো, লিবিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের রাষ্ট্রদূত এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর মিশনপ্রধানরা ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ মহাবিহার, ইকো মেডিটেশন পার্ক পরিদর্শন করেন। আগত কূটনীতিকরা বিহারের নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন এবং পুরার্কীতি ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা করেন এবং মুগ্ধতা প্রকাশ করেন।
অতিথিদের সম্মানে বিহার প্রাঙ্গনে প্রতিষ্ঠিত জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। এ সময় কূটনীতিকদের গ্রামীন পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়।বিহার প্রাঙ্গনে এক ঘন্টা অবস্থান শেষে কূটনীতিকদের এ প্রতিনিধি দল সকাল ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর’স আউট রিচ প্রোগ্রামের আওতায় এসব কর্মকর্তা বুধবার সকালে রামুতে বৌদ্ধ মহাবিহার পরিদর্শনে আসেন।
কূটনৈতিকদের এ প্রতিনিধি দলের সাথে ছিলেন,বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদ ,সচিব মাশফি বিনতে সামস, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসাইন।
রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনকালে চিনের রাষ্ট্রদূত লি ইউ, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর ইটালির রাষ্ট্রদূত পাওলা বিলপিওরি মুগ্ধতা প্রকাশ করেন। তারা বলেন, বৌদ্ধ মহাবিহারটি চমৎকার। প্রায় ২৫০০ বছর পূর্বে নির্মিত এই বৌদ্ধ বিহার নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব। বিহারের মানুষের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ