• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর,,,,,দৈনিক ক্রাইম বাংলা চলে গেলেন বরেণ্য অভিনেতা রবার্ট রেডফোর্ড,,,,,দৈনিক ক্রাইম বাংলা মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা জেলার সংবাদ টাঙ্গাইলে তৃণমূলের প্রিয়মুখ ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় দুর্গোৎসব, নিরাপত্তায় চলছে প্রস্তুতি,,,,দৈনিক ক্রাইম বাংলা স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে: পরিকল্পনা উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা সবার রাজনৈতিক অধিকার আছে দাবি জানানোর—আমরাও জানাবো: সালাহউদ্দিন,,,,দৈনিক ক্রাইম বাংলা ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা টানা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম নিজস্ব প্রতিবেদক,,,, দৈনিক ক্রাইম বাংলা এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,দৈনিক ক্রাইম বাংলা

কলারোয়ায় সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বৃহস্পতিবার (৭মার্চ) বিকালে হেলথকেয়ার এর সৌজন্যে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম কলারোয়া  ফারিয়া। টসে জয়লাভ করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১১৮/৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ডাঃ রনজিৎ হালদার সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে এবং ফারিয়ার পক্ষে আলমগীর ২ টা উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ফারিয়া নির্ধারিত ওভাওে ১১৩/৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে। দলের পক্ষে সুকুমার ৩০ রান সংগ্রহ কওে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে বোলার সুব্রত ৩ টি উইকেট লাভ করে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটার নির্বাচিত হন ডাঃ রনজিৎ হালদার, সেরা বোলার ফারিয়ার মোঃ আলমগীর হোসেন, সেরা ফিল্ডার স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত কুমার নির্বাচিত হন। খেলাটি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, ডাঃ সাল সাবিল হোসাইন দ্বীপ্তি, মোঃ সালাউদ্দিন, রেজাউল করিম লাভলু সহ বিপুল সংখ্যক দর্শক। হেলাথকেয়ার এর এরিয়া ম্যানেজার মোঃ আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় ওই ম্যাচ টি পরিচালিত হয়। ম্যাচ পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩য় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা রিগ্যান, স্কোরারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ