• মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা/দৈনিক ক্রাইম বাংলা।। ঘাট ইজারার টোল চাওয়ায় জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।‌ আজিম উদ্দিন স্কুলে ৮৩ ব্যাচের বৃক্ষরোপন,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেব্রুয়ারিতে নির্বাচন—তা ইসিকে প্রধান উপদেষ্টা জানানো উচিত: সালাউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা,,,দৈনিক ক্রাইম বাংলা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার,,,, দৈনিক ক্রাইম বাংলা পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি,,,দৈনিক ক্রাইম বাংলা বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শেষে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন ট্রাজেডি নিহত মাসুমা চিরনিদ্রায় শায়িত/দৈনিক ক্রাইম বাংলা।।


বাংলাদেশে শান্তি ফিরে আসুক: দেব/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪


কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। অভিনয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তিনি। গত সোমবার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিও বিশ্ববাসী নজরে রেখেছে। ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন, ‘কয়েক দিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজ্যুয়াল সামনে আসছে, সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারব না। তবু চাই, বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। সবাই যে ভালোবাসা, আনন্দ নিয়ে থাকেন, সেটা যেন আবার ফিরে আসে।’ এ ছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন। প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের। এ বিষয়ে দেব বলেন, ‘আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি। আমার খুব পছন্দের জায়গা। ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত, ভদ্র। তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে। ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।’ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কলকাতার শিল্পীরাও সমর্থন দিয়েছেন। এ দেশে অনেকেই কাজও করেছেন। তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ