
ভিডিও গেম থেকে বড় পর্দায় আসছে ‘কল অব ডিউটি’
বিনোদন ডেস্ক:
দীর্ঘ দুই দশক ধরে গেমিং দুনিয়ায় রাজত্ব করা জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি (Call of Duty)’ এবার আসছে বড় পর্দায়। গেমারদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ফার্স্ট পারসন শ্যুটার (এফপিএস) গেম এবার রূপ নিচ্ছে লাইভ অ্যাকশন সিনেমায়।
বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স সম্প্রতি ‘কল অব ডিউটি’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। গেমটিকে চলচ্চিত্রে রূপ দেওয়ার জন্য তারা বেছে নিয়েছে দুই অভিজ্ঞ হলিউড নির্মাতা— টেইলর শেরিডান এবং পিটার বার্গকে।
শেরিডান হলিউডে ইতিমধ্যে নিজের অবস্থান পোক্ত করেছেন ‘ইয়েলোস্টোন’ সিরিজের নির্মাতা ও ‘সিকারিও’ চলচ্চিত্রের লেখক হিসেবে। অন্যদিকে পিটার বার্গ নির্মাণ করেছেন জনপ্রিয় সামরিক থ্রিলার ছবি ‘লোন সারভাইভার’, ‘দ্য কিংডম’ ও ‘মাইল ২২’।
রিপোর্ট অনুযায়ী, শেরিডান ও বার্গ যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখছেন, আর পরিচালনার দায়িত্বে থাকবেন পিটার বার্গ। তবে এখনো সিনেমার কাহিনি বা এটি গেমের কোন নির্দিষ্ট গল্পের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে কি না, তা প্রকাশ করা হয়নি।
‘কল অব ডিউটি’ গেম সিরিজে বাস্তব ও কল্পনার যুদ্ধ, সামরিক কৌশল, এবং আন্তর্জাতিক সংকটের নানা গল্প ফুটে উঠেছে— যা সিনেমার জন্যও বহুমাত্রিক প্লটের সুযোগ তৈরি করে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্যারামাউন্টের এই পদক্ষেপটি বেশ নিরাপদ ও কৌশলগত, কারণ শেরিডান ও বার্গ—দু’জনই যুদ্ধভিত্তিক গল্প ও তীব্র অ্যাকশন দৃশ্য নির্মাণে পারদর্শী। ফলে সিনেমাটিতে শক্তিশালী সামরিক থ্রিলার ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের ছোঁয়া থাকবে, যদিও দর্শকরা নতুন কোনো ‘চমক’ আশা না করলেও পারে।
প্যারামাউন্ট চাইছে এই সিনেমাকে ঘিরে ‘কল অব ডিউটি’ ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে একটি বড় মাপের চলচ্চিত্র সিরিজ গড়ে তুলতে। শেরিডান বর্তমানে প্যারামাউন্টের সঙ্গে চুক্তিবদ্ধ, ফলে ভবিষ্যতে তিনি এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাগুলোর সঙ্গেও যুক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।