• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় কুরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৪২ পঠিত
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪


এম নজরুল ইসলাম।।

ইসলামি ও দ্বীনিশিক্ষা সমন্বিত অন্যতম প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসায় কুরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ আগষ্ট) ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার নিজস্ব কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলহাজ মাও মুহা. ইসরাফিল আলম এর সভাপতিত্বে, হিফয বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মুহা. ফাহিম এর সঞ্চালনায় দ্বীপজেলা ভোলার রত্ন আল্লামা মুফতি ইয়াছিন নবীপুরি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাযেরা বিভাগের ৬ জন ছাত্রকে কুরআনুল কারিমের সবক প্রদান করেন।

এ সময় তিনি বলেন, পবিত্র কুরআন মাজিদের প্রতি যত্নশীল মনোযোগ সহকারে শেখা ও সুন্দর, শুদ্ধভাবে তিলাওয়াত করার ওপর গুরুত্বারোপ করেন। পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ। ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। হাফেজদের অন্তরে কুরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহি:প্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।

সবক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাও: আতাউর রহমান মোমতাজি।

নাযেরা বিভাগে সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন,
১। ইয়াছিন আরাফাত ২। আশ্রাফুল ইসলাম
৩। আহনাফ আহম্মেদ ওয়াসি ৪। আইমান ইসলাম ৫। মুহা. জাকারিয়া ৬। ইমাম উদ্দিন।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মুফতি ইয়াছিন নবীপুরি সাহেব।

এ সময় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার শিক্ষক, অভিভাবকবৃন্দ ও হিফজ্ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ